লিওনেল মেসির হ্যাটট্রিক অ্যাসিস্টে ইন্টার মায়ামি ৪-১ গোলে হারিয়েছে নিউ ইংল্যান্ড রেভুলেশনকে। দুই ম্যাচ পর জয়ে ফিরেছেন হাভিয়ের মাশচেরানোর দল। ম্যাচে জোড়া গোল করেন তাদেও আলেন্দে ও জর্দি আলবা। তবে অন্য ম্যাচে ফিলাডেলফিয়া ১-০-তে নিউ ইয়র্ক সিটিকে হারিয়ে দেওয়ায় মেসিদের সাপোর্টার্স শিল্ড জেতার সম্ভাবনা শেষ হয়ে গেছে। প্লে-অফে খেলা আগেই নিশ্চিত করেছিল মায়ামি। পুরো ম্যাচে ৫৬ শতাংশ সময় বল দখলে রাখে মায়ামি। গোলমুখে নেয় ১৫টি শট, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা মায়ামি প্রথমার্ধেই এগিয়ে যায় ২-০-তে। দুটি গোলেই সরাসরি অবদান রাখেন মেসি। ৩২ মিনিটে মেসির নিখুঁত পাস থেকে গোল করেন আলেন্দে। বক্সের ডানপ্রান্তে পাওয়া বল থেকে ডান পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন তিনি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ফের জ¦লে ওঠেন মেসি। বক্সে...