চট্টগ্রামের একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক হেলাল উদ্দিন। স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পরও তিনি গত পাঁচ বছর ধরে শিক্ষকতা পেশায় আছেন। বর্তমানে তার মাসিক বেতন মাত্র আট হাজার টাকা। এই সামান্য আয়ে সংসার চালাতে না পারায় বাধ্য হয়ে তাকে টিউশনি করাতে হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে যেখানে শিক্ষকতাকে অত্যন্ত মূল্যবান পেশা হিসেবে দেখা হয়, সেখানে বাংলাদেশের শিক্ষকদের জীবনধারণের চিত্র কেমন, তা শোনা যাক তাদেরই জবানিতে। শিক্ষক হেলাল উদ্দিনের ভাষ্য, ‘হিসাববিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স শেষ করে শিক্ষকতা করছি। পাঁচ বছর আগে ছয় হাজার টাকা বেতনে চাকরি শুরু করি। এখন বেতন মাত্র আট হাজার টাকা। এই আয় দিয়ে দেশের বাজারে পরিবার চালানো অসম্ভব। তাই বাধ্য হয়ে টিউশনির মাধ্যমে কোনোভাবে সংসার চলছে। পরিবারের কেউ অসুস্থ হলে ধারদেনা করতে হয়। এখন শিক্ষকতাকে পেশা হিসেবে নেওয়ার সুযোগ...