এবার মৌসুম শুরুর আগে প্রশ্ন ওঠে ভিনিসিয়ুসকে নিয়ে। তিনি নাকি বেতন বৃদ্ধি নিয়ে দর কষাকষি করেছেন রিয়াল মাদ্রিদের সঙ্গে। ক্লাব ছাড়তে পারেন এমন গুঞ্জনও উঠেছিল। কোচের আস্থায়ও ছিলেন না শতভাগ। বদলি হিসেবেও নেমেছেন। তবে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচজয়ী পারফরম্যান্স করলেন তিনি। ভিনিসিয়ুস করলেন জোড়া গোল, এমবাপ্পে করলেন একটি। তাতে রিয়াল ৩-১ ব্যবধানে হারিয়েছে ভিয়ারিয়ালকে। সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার রাতে লা লিগার ম্যাচটিতে স্বাগতিকদের প্রথমার্ধের পারফরম্যান্স ভালো ছিল না। প্রথমার্ধে হয়নি কোনো গোল। বিরতির পর পুনরায় খেলা শুরু হতেই এমবাপ্পের হেড করা পাস থেকে ৪৭ মিনিটে গোল করেন ভিনি। ৬৯ মিনিটে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তিনি নিজেই ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পায় লস ব্লাঙ্কোসরা। ৭৩ মিনিটে ভিয়ারিয়াল ব্যবধান কমানোর পর, ৮১...