বজ্রপাতে সারাদেশে একদিনে সাত জেলায় ১১ জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লায় ৩ জন, নারায়নগঞ্জে ১ জন, ঝিনাইদহে ২ জন, গাইবান্ধায় ১ জন, কুড়িগ্রামে ২ জন, বগুড়ায় ১ জন ও নওগাঁয় ১ জন মারা গেছেন। রোববার (৫ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের ৭ জেলায় এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত— রোববার বিকেলে হোমনা উপজেলার ভবানীপুর খেয়াঘাটে বজ্রাঘাতে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- উপজেলার নালা দক্ষিণ গ্রামের মৃত হাজী মতিউর রহমানের মেয়ে মমতাজ বেগম (৩৫) ও জাকিয়া (২৫) এবং খোদে দাউদপুর গ্রামের রাহিনুর ইসলামের ছেলে রাশেদ মিয়া (২২)। আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া এলাকায় বজ্রাঘাতে ওয়াসিম (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে ওয়াসিম উলুকান্দি এলাকার দিলা মিয়ার ছেলে। স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। রোববার...