ম্যাচটি নিয়ম রক্ষার হলেও ব্যাটে-বলে আলো ছড়াল বাংলাদেশ। হোয়াইটওয়াশের সুযোগ মিস করেনি টাইগাররা। বোলিংয়ে আফগানদের পরীক্ষা নিয়েছেন সাইফউদ্দিন-নাসুম আহমেদ-তানজিম সাকিবরা। রান তাড়ায় নেমে আরেকবার হাসল সাইফ হাসানের ব্যাট। রানে ফিরলেন তানজিদ তামিমও। তৃতীয় ম্যাচেও বড় ব্যবধানে জয় তুলে নিল টাইগাররা। প্রথমবার আফগানদের মাটিতেই তাদের বাংলাওয়াশ করল। আফগানিস্তানের জন্য ম্যাচটি ছিল ঘরের মাঠে হোয়াইটওয়াশ থেকে বাঁচার লড়াই। সেই চাপেই যেনো আরও তালগোল পাকিয়ে ফেলে স্বাগতিকরা। টাইগার বোলারদের তোপের মুখে আরেকবার ব্যর্থ হলেন রহমানুল্লাহ গুরবাজ-মোহাম্মদ নবীরা। তবুও দেড়শ ছুঁইছুঁই রানের লক্ষ্য দাঁড় করিয়েছে আফগানরা। আজ রোববার (৫ অক্টোবর) তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে আফগানিস্তান। জবাব দিতে নেমে ১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। জয় তুলে নেয় ৬ উইকেটে। রান তাড়ায় নেমে ভালো...