বরগুনার আমতলীর পশ্চিম সোনাখালী গ্রামে জমিজমা নিয়ে বিরোধ কেন্দ্র করে আটজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামে আব্দুস সালাম প্যাদা পক্ষের সঙ্গে একই বংশের ইউছুফ প্যাদা পক্ষের সোনাখালী মৌজার ৩ একর ৮৮ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ইউছুফ প্যাদা পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ ভাড়া করা সন্ত্রাসীদের নিয়ে জমি দখল করতে যায়। এ সময় আব্দুস সালাম প্যাদা পক্ষ বাধা দিলে ইউছুফ প্যাদা পক্ষ মো. জাহিদুল (২৫), আল-আমিন (২৬), কাওসার প্যাদা (৩০), হালিমা খাতুন (৫২), জুলেখা (৫০), আব্দুস সালাম প্যাদা (৬৫), ঝরনা বেগম (৩৭) ও শাহিনুরকে (২৭) দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে...