০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা কমিটির একাংশের আপত্তির ফলে গতকাল আটকে গেছে নতুন জনপ্রশাসন সচিব নিয়োগ। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক এবং ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. সালেহ আহমেদকে জনপ্রশাসন সচিব নিয়োগের লক্ষ্যে সার-সংক্ষেপ প্রস্তুত করা হয়। এক্ষেত্রে জনপ্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ ও বদলি তদারকিতে গঠিত জনপ্রশাসন বিষয়ক কমিটি সদস্যদের অভিপ্রায় জানালে নিয়োগ প্রক্রিয়া থমকে গেছে। আজ সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এ প্রেক্ষিতে আজ বিকালে কমিটির সভাপতি ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হবে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়সহ রাজনৈতিক অঙ্গনে চলছে নানান আলোচনা। এই আলোচনায় এসেছে, ‘রাজনৈতিক প্রভাব’ ও প্রক্রিয়া স্বচ্ছতা’ নিয়ে প্রশ্ন। যেসব অভিযোগ রাজনৈতিক সরকারের আমলে দীর্ঘদিন...