০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে সার্স্ট ক্লাব লিমিটেড এর আয়োজনে গুলশান ইয়ুথ ক্লাবে শেষ হলো তিন দিনব্যাপী সাস্টিয়ান ফুটসাল টুর্নামেন্ট। গতকাল ১৬টি দলের নক আউট ফরম্যাটের এই প্রতিযোগীতার ফাইনালে ট্রাইব্রেকারে জোয়াসকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গ্যালাক্টিকোস। ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি ফরহাদ করিম, প্রাক্তন শিক্ষার্থী ডঃ মোঃ মুজিবুর রহমান এবং শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় এলামনাই এসোসিয়েশনের কো-কনভেনার সাব্বির আহম্মদ চৌধুরী। এছাড়া প্রাক্তন শিক্ষার্থী যুগ্ম কর কমিশনার মেহেদী মাসুদ ফয়সাল, টুর্নামেন্ট কমিটির আহবায়ক মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী মাসুদ, বিআইডাব্লিউটিএ’র উপ-পরিচালক নূর হোসেন স্বপন অংশগ্রহণ...