০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে রাতারাতি খ্যাতি অর্জনকারী ‘মেরি বিগো’ নামের জুটি সম্পর্কে এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ‘নাদিয়া মেরি সোনি, সুওয়ানি মেরি বিগো’ দিয়ে খ্যাতি অর্জনকারী এ জুটির নাদিয়া আসলে নাদের। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছে, ‘মেরি বিগো’ জুটির মহিলা আসলে একজন পুরুষ যিনি খ্যাতির জন্য নিজেকে একজন মহিলার ছদ্মবেশে রেখেছেন। এ চাঞ্চল্যকর তথ্য প্রকাশের পর, সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে, ব্যবহারকারীরা এ জুটির তীব্র সমালোচনা করছেন এবং বলছেন, তাদের বিষয়বস্তু বিভ্রান্তিকর, আবার কেউ কেউ তাদের সমর্থনও করছেন যে, তারা তাদের পছন্দের বিষয়বস্তু উপস্থাপন করতে স্বাধীন। উল্লেখ্য, তাদের অদ্ভুত ভিডিওর কারণে এ জুটি খ্যাতির শীর্ষে পৌঁছেছে। বিশেষ করে, এ জুটির ‘নাদিয়া’, ‘মেরি সোনি’, ‘সুওয়ানি’, ‘মেরি বিগো’ এবং...