০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম আসন্ন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো দেশব্যাপী পুলিশের নির্বাচনী প্রস্তুতি ও করণীয় নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সময়কালীন জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্বাচনী নিরাপত্তা ও করণীয় বিষয়ে কোনো ধারাবাহিক বা আনুষ্ঠানিক প্রশিক্ষণ দেয়া হয়নি। এই প্রশিক্ষণে নির্বাচনের সময় পুলিশের ভূমিকা, নিরাপত্তা ব্যবস্থা ও আচরণবিধি বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেয়া হচ্ছে। তবে পুলিশের এই প্রশিক্ষণের যারা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন এর মধ্যে অনেক ফ্যাসিস্ট পুলিশ কর্মকর্তা রয়েছেন। এই নিয়ে পুলিশের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ইনকিলাবকে বলেন, যারা বিগত ১০ বছর ধরে পুলিশ সদর দফতরে থেকে সাবেক আইজি...