০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। নির্বাচন সংক্রান্ত সামগ্রিক বিষয় নিয়ে প্রার্থী ও শিক্ষার্থীদের সাথে গতকাল রোববার এক মতবিনিময় সভায় কর্মকর্তারা এ কথা বলেন। চবি ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়। এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন, নির্বাচন কমিশনার ও সদস্য-সচিব প্রফেসর ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী, নির্বাচন কমিশনার প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার, প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, ড. মো. আনোয়ার হোসেন, চবি আইসটি সেলের পরিচালক প্রফেসর...