০৬ অক্টোবর ২০২৫, ১২:৫৫ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১২:৫৫ এএম সদ্য সমাপ্ত দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজাম-পে জামায়াতে ইসলামীর কয়েকজন নেতার উপস্থিতি ও বক্তব্যকে “শিরকী ও বিতর্কিত” আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী। গতকাল রোববার এক বিবৃতিতে তিনি বলেন, “সংখ্যালঘু ভোট টানতে হিন্দুতোষণের প্রতিযোগিতায় নেমেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। ইসলামের নাম ভাঙিয়ে রাজনীতি করা দলটির এক নেতা আজানের সাথে হিন্দুদের উলুধ্বনির তুলনা করেছেন, অন্য এক নেতা পূজা ও রোজাকে ‘একই মুদ্রার এপিঠ-ওপিঠ’ বলে মন্তব্য করেছেন। এগুলো মুসলিম সমাজের ঈমান-আকীদার পরিপন্থী এবং শিরকী বক্তব্য।তিনি অভিযোগ করেন, “ক্ষমতার লোভে জামায়াত নেতারা শিরকের সাথে আপস করে পূজাম-পে গিয়ে বিতর্কিত বক্তব্য দিচ্ছেন। তারা এখন ‘হিকমাহ’র নামে এসব বক্তব্যের ব্যাখ্যা দিচ্ছেন, অথচ ঈমান ও শিরকের প্রশ্নে কোনো...