০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম নীলফামারীর কিশোরগঞ্জে ৫ মিনিটের আকস্মিক ঝড়-বৃষ্টির তা-বে ল-ভ- হয়েছে ১ হাজার ঘরবাড়ি। ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা এবং ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু দোকানপাটও। বৈদ্যুতিক তার ছিড়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি গ্রামের বিদ্যুৎ সংযোগ। গতকাল রোববার সকালে কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম বানিয়াপাড়া গ্রামে প্রাকৃতিক দুর্যোগের ঘটনাটি ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে আকস্মিক এ ঝড়ে ১ হাজারের বেশি ঘরবাড়ি আংশিক ও সম্পূর্ণ ল-ভ- হয়ে গেছে। ঝড়টি সর্বোচ্চ ৫ মিনিটের মতো স্থায়ী ছিল। এতে ধান, কলা, ভুট্টা, পেঁয়াজ, রসুন ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অসংখ্য গাছপালা ভেঙে পড়েছে এবং কিছু দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বিদ্যুতের তার ছিড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি গ্রামে। স্থানীয় বাসিন্দা আব্দুল...