০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১২:৩৬ এএম শত শত কোটি টাকা আত্মসাৎ ও পাচারকারীদের জামিন প্রশ্নে ‘পিক অ্যান্ড চ্যুজ’ নীতি অবলম্বন করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিত্তশালী আসামিদের জামিনে মুক্ত হয়ে দেশ ছাড়ার সুযোগ করে দেয়া হচ্ছে। সুযোগ করে দেয়া হচ্ছে তাদের নামে-বেনামে থাকা আরো সম্পদ পাচার, বিক্রি, হস্তান্তর, স্থানান্তর তথা অপরাধ সংঘটনের। কারো জামিন-প্রশ্নে অবলম্বন করা হচ্ছে হাসিনার বহুল উচ্চারিত সেই ‘জিরো টলারেন্স’ নীতি। কারো জামিন বাতিলের কোনো আগ্রহই দেখাচ্ছে না। এসব কারণে অনেকে মনে করছেন, হাসিনার অনুগত কমিশন যে কারণে আস্থার সংকটে পড়েছিল, একই কারণ এখনো বিদ্যমান। অনেক সিদ্ধান্ত এবং কার্যক্রমের পদে পদে অনুসৃত হচ্ছে পূর্বতন নীতি। দুদকে অনুসন্ধান চলছে। সে তুলনায় মামলা কম। যদিও বা মামলা দায়ের হচ্ছে- সেই তুলনায় চার্জশিট নেই।...