০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম গাজায় ত্রাণ পাঠাতে চাওয়া একটি আন্তর্জাতিক নৌবহরকে ইসরাইলি বাহিনী আটকে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ইউরোপজুড়ে শুরু হওয়া প্রতিবাদের ঢেউ ইতালিতে তীব্রতর রূপ নিচ্ছে। টানা চতুর্থ দিনের মতো ইতালির রাজধানী রোমে গত শনিবার অনুষ্ঠিত হয় ফিলিস্তিনপন্থী ব্যাপক বিক্ষোভ। আয়োজকদের দাবি, এই মিছিলে ১০ লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছেন। তবে পুলিশ বলছে, অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় আড়াই লাখের মতো। বিক্ষোভকারীরা ‘ফ্রি প্যালেস্টাইন’সহ নানা সেøাগান সংবলিত ব্যানার ও পতাকা হাতে কলোসিয়ামের পাশ দিয়ে পদযাত্রা করেন। উজ্জ্বল রোদের আলোয় অনুষ্ঠিত এই বিক্ষোভে শিক্ষার্থী, শিশু, বৃদ্ধসহ বিভিন্ন বয়স ও শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। ফ্রান্সেস্কো গালটিয়েরি নামের ৬৫ বছর বয়সী রোমের এক সঙ্গীতশিল্পী বলেন, ‘আমি এখানে আরো অনেক বন্ধুর সাথে আছি, কারণ আমি মনে...