০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম রাজধানীর পল্টন মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে করা এক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২২ জনে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত।গতকাল শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজের আদালত পুলিশের দেয়ার চূড়ান্ত প্রতিবেদনে গ্রহণ করে এই আদেশ দেন। মির্জা ফখরুলের আইনজীবী জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সম্প্রতি এই মামলায় ২২ জনের নামে পুলিশের দেয়ায় চূড়ান্ত প্রতিবেদন বিচারক আমলে গ্রহণ করে তাদের অব্যাহতির আদেশ দেন।মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বা, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক আ. সালাম, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, যুবদলের কেন্দ্রীয় কমিটির...