
০৬ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম বাংলাদেশের ছাত্র রাজনীতি দীর্ঘ ইতিহাসে সমৃদ্ধ। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ কিংবা স্বৈরাচারবিরোধী গণআন্দোলনÑ সব ক্ষেত্রেই ছাত্রসমাজের অগ্রণী ভূমিকা ছিল। কিন্তু বর্তমানে ছাত্র রাজনীতি সেই গৌরবময় অবস্থান থেকে অনেক দূরে সরে এসেছে। এর মূল কারণ আদর্শিক রাজনীতি থেকে সরে গিয়ে ছাত্র রাজনীতি এখন দলীয়করণে পৌঁছেছে। শুধু তাই নয় এটি অধিকাংশ সময়েই সমালোচিত, সহিংসতা, দখলদারিত্ব ও দলীয় আধিপত্যের প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছে। বর্তমান ছাত্র রাজনীতি জাতীয় রাজনৈতিক দলগুলোর ছায়াতলে পরিচালিত হচ্ছে। রাষ্ট্রের স্বার্থে রাজনীতি তেমন একটা দেখা যায় না; বরং নেতা হয়ে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা বেশি পরিলক্ষিত হয়। দলের ছায়াতলে রাজনীতি করলে উপরের শেল্টারে ছোট-বড় অনেক অপরাধ করেও টিকে থাকার বিষয়টি এখন একটি ওপেন সিক্রেট। বেশিরভাগ ক্ষেত্রে সরকারি দলের ক্ষমতার...