০৬ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম ফিলিস্তিনের গাজায় চলছে শতাব্দীর ভয়াবহতম নৃশংসতা। ইসরাইলের এই গণহত্যা ও ধ্বংসযজ্ঞে বিশ্ববাসী স্তম্ভিত। বিশিষ্টজনরা এই যুদ্ধ বন্ধ এবং সেখানে শান্তি প্রতিষ্ঠার নানা পরিকল্পনা প্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাদের অন্যতম। ট্রাম্প বলেছেন, আমি মধ্যপ্রাচ্যে ৩,০০০ বছরের পুরনো সংঘাতের অবসান ঘটাতে পারব। ইসরাইল-গাজা যুদ্ধের সমাধানের মাধ্যমে এই শান্তি আনা সম্ভব। তিনি গাজায় ‘দ্য বোর্ড অব পিস’ নামে একটি অন্তর্বর্তী সরকার বা প্রশাসন গড়ে তোলা এবং তার প্রধান নিজেই হওয়ার কথা বলেছেন ট্রাম্প। কিন্তু ট্রাম্পের ২০ দফা সম্বলিত শান্তি পরিকল্পনা ছলনাময়ী এবং ইসরাইলঘেঁষা বলে ফিলিস্তিনের হামাসসহ সব পক্ষ এবং বিশ্ববাসী তা প্রত্যাখান করেছে। অবশ্য ইসরাইল সমর্থন করেছে। যা’হোক, গাজায় চরম নৃশংসতায় প্রতিবাদের ঝড় উঠেছে বিশ্বের সর্বত্রই। তবুও শতাব্দীর ভয়াবহতম নৃশংসতা...