ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি মাঝে মধ্যেই শিরোনামে উঠে আসেন। এ ক্ষেত্রে নিজের কাজ নিয়ে যেমন আলোচনায় থাকেন, পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও চর্চা থাকে ব্যাপক। যখন যা-ই করেন না কেন, সেসব নিয়ে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। দীর্ঘ এক দশকের ক্যারিয়ারে বিভিন্ন সময় নানা ধরনের গুঞ্জনও উঠেছে তাকে নিয়ে। তবে কখনো সেসব পাত্তা দেননি এ অভিনেত্রী। পরীমণির ব্যক্তিজীবন নিয়েও অনেকবার আলোচনা-সমালোচনা হয়েছে। প্রেম কিংবা বিয়ে―সার্বিকভাবে চর্চার শেষ নেই। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে হাজির হয়ে সব গুঞ্জন নিয়ে অকপটে কথা বলেন তিনি। অনুষ্ঠানের সঞ্চালক রুম্মান রশীদ খান পরীমণির কাছে জানতে চান, শেখ সাদি তোমার বয়ফ্রেন্ড (প্রেমিক)? জবাবে অভিনেত্রী হাসতে হাসতে বলেন, ও আমার ছোট ভাই। ছোট ভাইয়ের মতো। এরপর পরীমণির কাছে জানতে চাওয়া হয়, সে সিঙ্গেল কিনা। জবাবে...