০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আওয়ামী লীগের এক নেতাকে নিয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থীর গণসংযোগের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। জামায়াত নেতার সঙ্গে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটি শুক্রবারের। এটি নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে সর্বত্রই। স্থানীয়রা জানান, গত শুক্রবার উপজেলার বড় উঠান ইউনিয়নের দৌলতপুর কাজীবাড়ি এলাকায় এক জামায়াতকর্মীর বাড়িতে দাওয়াতে যান জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের এমপি প্রার্থী মাহমুদুল হাসান চৌধুরী। ওই এলাকায় জামায়াত নেতা জুমার নামাজ আদায় করেন এবং বিভিন্নজনের সঙ্গে কুশল বিনিময় করেন। ওই সময় বড় উঠান ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সায়েদ আল মাহমুদের সঙ্গে তার ছবি তুলে কেউ একজন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। অভিযোগ উঠেছে, আওয়ামী...