০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম চীনা প্রতিষ্ঠান বেইজিং লেনই ইউনচুয়ান এনার্জি টেকনোলজি লিমিটেড বিশ্বের সবচেয়ে বড় ভাসমান উইন্ড টারবাইনের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। বেলুনের মতো ফুলে ওঠা এ যন্ত্রটির নাম এস১৫০০, যা আকাশে ভেসে থেকে এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম—এ ধরনের প্রথম টারবাইন হিসেবে এটি নতুন রেকর্ড গড়েছে। এস১৫০০ টারবাইনটি ১৩ তলা ভবনের সমান উঁচু এবং একটি বাস্কেটবল কোর্টের সমান লম্বা। এটি হিলিয়ামভর্তি বিশাল গ্যাস ব্যাগ ও ঘূর্ণনক্ষম রিং-আকৃতির পাখা নিয়ে গঠিত, যা ১ হাজার ৫০০ মিটার উচ্চতায় বায়ু প্রবাহ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে। এ সিস্টেমে ১২টি ১০০ কিলোওয়াটের জেনারেটর রয়েছে, যা কেবল মাধ্যমে বিদ্যুৎ মাটিতে পাঠায়। ভাসমান ডিজাইন হওয়ায় এটি সহজে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় এবং...