০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর আকষ্মিক ভাঙনে শঙ্কায় পড়েছেন স্থানীয় গ্রামবাসীরা। পদ্মার পানি কমতে থাকায় নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। ফলে প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা। হুমকির মুখে পড়েছে পানি উন্নয়ন বোর্ডের অধীনে পদ্মার ভাঙন রোধে নির্মিত প্রায় পাঁচ কোটি টাকার জিও ব্যাগ ফেলার চলমান প্রকল্প ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। নদী তীরবর্তী এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, গত এক সপ্তাহ ধরে পদ্মা নদীর পানি কমার সাথে সাথে মরিচা ইউনিয়নের কোলদিয়াড় গ্রামের নীচ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীতে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। কোলদিয়াড় থেকে হাটখোলা পাড়া বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে এ ভাঙন অব্যাহত রয়েছে। এলাকাবাসীদের শঙ্কা, এভাবে ভাঙন অব্যাহত থাকলে পানি উন্নয়ন বোর্ডের অধীনে...