০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম নির্বাচনে উত্তাপ মানেই প্রতিদ্বন্দ্বীতা, প্রচারণা, নানান প্রতিশ্রুতির ফুলঝুরি। তবে এবারের বিসিবি নির্বাচন ছাড়িয়ে গেল এসবের সবকিছু। বয়কট, বর্জন, প্রার্থীতা প্রত্যাহার, সমালোচনা, কোর্ট-কাচারি আর বিস্তর অভিযোগের তীরে বিদ্ধ হয়েই ‘ভোটাভুটি’ হতে যাচ্ছে আজকের বহুল আলোচিত বিসিবি নির্বাচন। সকাল ১০টা থেকে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে হবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিংন্ত্রক সংস্থার এবারের পরিচালন পরিষদের ‘উত্তাপহীন’ ভোট। গত কয়েক দিনের নানা ঘটনাপ্রবাহ, সরকারে হস্তক্ষেপ ও নানা অনিয়মের অভিযোগে সব মিলিয়ে ২০ প্রার্থীর সরে দাঁড়ানোর পর বিসিবি নির্বাচন হয়ে উঠেছে ¯্রফে আনুষ্ঠানিকতা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়ে গেছেন বেশ কজন, তাদের মধ্যে আছেন স্বয়ং আমিনুল ইসলাম বুলবুল এবং থাকা নাজমূল আবেদীন ফাহিম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমিনুলের আবার সভাপতি হওয়াটাও ¯্রফে এখন সময়ের ব্যাপার।...