আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে তৎপর জামায়াতের নারী কর্মীরা। রাজধানী ঢাকা থেকে শুরু করে গ্রামের পাড়া-মহল্লা পর্যন্ত জামায়াতের নারী শাখার নেতাকর্মীরা ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। নানা কৌশলে দলীয় ও ভোটের প্রচারণা করছেন তারা। দাঁড়িপাল্লায় ভোট দিলে পরকালের মুক্তি মিলবে এমনটাও বলা হচ্ছে দলীয় বৈঠক বা প্রচারণা থেকে। কর্মসূচির বাইরে কোনো কোনো এলাকায় সরাসরি ভোটের প্রচারণা চালাচ্ছেন নারী কর্মীরা। তারা দলীয় প্রচারপত্র হাতে নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন। নিজেরা পর্দা মেনে প্রচারণা চালালেও নারীদের অভয় দিচ্ছেন ভবিষ্যতে জামায়াত ক্ষমতায় গেলে স্বাধীনভাবেই চলা যাবে। ওদিকে ভোটের সঙ্গে ধর্মীয় বিষয় জড়িতে প্রচারণা চালানোয় কেউ কেউ বিভ্রান্তও হচ্ছেন। দেশের বেশ কয়েকটি জেলার ভিন্ন ভিন্ন নির্বাচনী এলাকা সরজমিন ঘুরে জামায়াতের নারী শাখার এই তৎপরতার তথ্য পেয়েছেন। এলাকা ঘুরে দেখা যায় জেলা, উপজেলা, ইউনিয়ন এবং...