এ যেন ছাপিয়ে গেছে সবকিছুকে! একটা নির্বাচনী পরিবেশ যেমন হওয়া দরকার, ঠিক তেমনই হয়েছে। অভিযোগ, পাল্টা অভিযোগ, সরে দাঁড়ানো, ফিরে আসা, নির্বাচন পেছানো—আরও কত কী! আলোচনা-সমালোচনার হাওয়ায় গত প্রায় দুই সপ্তাহ উত্তপ্ত ছিল দেশের ক্রিকেট পাড়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাঙ্ক্ষিত নির্বাচন অবশেষে অনুষ্ঠিত হতে চলেছে। রাজধানীর পাঁচতারকা হোটেল সোনারগাঁওয়ে আজ সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। মোট ২৫ জন লড়বেন পরিচালক হওয়ার জন্য। যেখান থেকে দুজন সরাসরি জাতীয় পরিষদ (এনএসসি) থেকে নির্বাচিত হবেন। বাকি ২৩ জন আসবেন ভোটের মাঠে লড়াই করে। নির্বাচনের মাঠ সরগরম রেখেছিলেন তামিম ইকবাল। সাবেক এই অধিনায়ক ঘোষণা দিয়েছিলেন, নির্বাচনে অংশ নেবেন। শুধু তা-ই নয়, সভাপতি পদের জন্য লড়বেন তিনি। শেষ পর্যন্ত ভোটের মাঠে নেই তিনি। প্রত্যাহার...