আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইতোমধ্যে ৩০০ আসনে প্রাথমিক প্রার্থী তালিকাও ঘোষণা করেছে দলটি।সম্ভাব্য প্রার্থীরা তাদের নিজ নিজ আসনে সভা-সমাবেশ ও গণসংযোগ করে ভোটারদের দুয়ারে দুয়ারে ছুটছেন। জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন নির্বাচন। ডিসেম্বরে তারা নির্বাচনের চূড়ান্ত তারিখ বা তফসিল ঘোষণা করবে। সেই ভোটযুদ্ধে অংশ নিতে জামায়াতের তৎপরতাও দিনদিন বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সম্প্রতি জামায়াত তাদের রাজনৈতিক বক্তব্য এবং কৌশলেও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। আগের তুলনায় অধিক সেবামুখী কার্যক্রমে গুরুত্ব দিচ্ছে দলটি। নির্বাচনী এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানোর কাজ করছে। এ ছাড়া জামায়াত এবার বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে তরুণ ভোটার ও প্রথমবারের ভোটারদের ওপর। সংশ্লিষ্টদের মতে, জামায়াত দীর্ঘ সময় ধরে তাদের প্রতীক নিয়ে...