
ঢাকার দুই সিটিতেই গুরুত্বপূর্ণ ও জনবহুল জায়গায় একাধিক ফুটওভার ব্রিজ আছে। কিন্তু সঠিক পরিকল্পনা ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে অনেক ব্রিজ এখনও পুরোপুরি নিরাপদ নয়, বিশেষ করে শিশুদের জন্য। অধিকাংশ ব্রিজেরই সংস্কার প্রয়োজন বলে আমি মনে করি। অন্ধকারাচ্ছন্ন এসব ব্রিজ আমাদের চলাচলের জন্য একদমই উপযোগী নয়। এছাড়া ফেরিওয়ালা, ভাসমান মানুষ ও ভিক্ষুকদের দখলেও থাকে কোনো কোনো ওভার ব্রিজ। এতে স্বাভাবিকভাবে হাঁটাচলা করা কঠিন হয়ে পড়ে। ঢাকা এমন এক শহর যেখানে যানজট ও দুর্ঘটনা প্রতিদিনের বাস্তবতা। অনেক চালকই ট্রাফিক আইন মানেন না। এই পরিস্থিতিতে শিশুসহ সব বয়সী পথচারীদের জন্য ফুটওভার ব্রিজ অপরিহার্য। তাই শিশুদের নিরাপদ চলাচলের জন্য ব্রিজগুলোকে শিশুবান্ধব করা জরুরি। পর্যাপ্ত আলো, সিসিটিভি ক্যামেরা এবং হকারমুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে শিশুরা নির্ভয়ে...