টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানক হারাতে শারজায় রবিবার বাংলাদেশের লক্ষ্যটা ছিল ১৪৪ রানের। সাইফ হাসানের (৩৮ বলে অপরাজিত ৬৪) দুর্দান্ত ইনিংসে ভর করে বাংলাদেশ ম্যাচ জিতেছে ৬ উইকেটে, ১২ বল হাতে রেখে। তাতে হলো আরেকটি বাংলাওয়াশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে চতুর্থবারের মতো প্রতিপক্ষককে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। এই ফরম্যাটে আফগানিস্তানকে প্রথমবার। লক্ষ্য তাড়া করতে নেমে সাবধানী শুরু করেও ইনিংসটা বড় করতে পারেননি পারভেজ হোসেন। ওমরজাইয়ের স্লোয়ার বলে মিড অফে সেই রশিদের হাতেই ধরা পড়লেন (১৬ বলে ১৪ রান)। দ্বিতীয় উইকেটে জুটি গড়েন তানজিদ হাসান ও সাইফ হাসান। তানজিদ ৩৩ বলে ৩৩ রান করে ফিরলে ৫৫ রানের জুটি ভাঙে। অফ স্টাম্পের বাইরে করা আহমেদজাইয়ের স্লোয়ার বলটা মারতে গিয়ে মিড অফে ধরা পড়লেন ইব্রাহিম জাদরানের হাতে। তার আগে একবার তিনি জীবন পেয়েছিলেন। ইনিংসের...