কুমিল্লার মুরাদনগর উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার চাপিতলা ইউনিয়নের উলুমুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো উলুমুড়িয়া গ্রামের সোহাগ মিয়ার মেয়ে সামিয়া আক্তার (৬) ও মান্নান মিয়ার ছেলে মাছুম বিল্লাহ(৪)। সম্পর্কে তারা খালাতো ভাই-বোন। স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন বলেন, সামিয়া ও মাসুম বিল্লাহ বিকালে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। সন্ধ্যার দিকে পরিবারের লোকজন তাদের খোজাখুঁজি শুরু করে। পরে পৌনে ৭টার দিকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর...