দক্ষিণ এশিয়ার দেশগুলো একের পর এক রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে গেলেও অর্থনীতির গতি সবার ক্ষেত্রে এক নয়। শ্রীলঙ্কা রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে এখন স্থিতিশীলতার পথে— দেশটিতে মূল্যস্ফীতি নেমে এসেছে ১.৫ শতাংশে। এর বিপরীতে, সদ্য রাজনৈতিক পরিবর্তনের মুখে পড়া নেপালে মুদ্রাস্ফীতির হার দাঁড়িয়েছে ৫.২ শতাংশে। শুধু তাই নয়, অর্থনৈতিক দুরবস্থায় জর্জরিত পাকিস্তানেও এই হার ৫.৬ শতাংশের ঘরে। অথচ দীর্ঘ সময় ধরে লাগামহীন মূল্যবৃদ্ধিতে বাংলাদেশের ভোক্তারা দিশেহারা। সরকারি তথ্য অনুযায়ী, বাংলাদেশে মূল্যস্ফীতি এখনও ৮ শতাংশের ওপরে অবস্থান করছে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে মুদ্রাস্ফীতির হার সর্বোচ্চ, যেখানে ভারত ও শ্রীলঙ্কায় তা নেমে এসেছে এক অঙ্কের নিচে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আগস্টে দেশের সামগ্রিক (পয়েন্ট টু পয়েন্ট) মূল্যস্ফীতি ছিল ৮.২৯ শতাংশ। এর মধ্যে খাদ্য খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.৩...