সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অংশ হিসেবে প্রশাসনে যুগ্ম সচিব স্তরে ‘বিশেষজ্ঞ’ ব্যক্তিদের নিয়োগ দেওয়ার সম্ভাব্যতা যাচাই করছে সরকার। ইতোমধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত কমিটি এ বিষয়ে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদন জমা দেওয়ার আগে কয়েক দফা বৈঠক করে তিন সচিব ও একজন অতিরিক্ত সচিবের সমন্বয়ে গঠন করা এ কমিটি। গত ৫ ফেব্রুয়ারি জনপ্রশাসন সংষ্কার কমিশন যে প্রতিবেদন তৈরি করে, সেখানে যুগ্মসচিব ও তার ঊর্ধ্বতন পদে সরাসরি নিয়োগ চালুর সুপারিশ রয়েছে। বর্তমানে একজন ব্যক্তি সরকারি কর্মকমিশন বা পিএসসির নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নবম গ্রেডে সহকারী সচিব পদে প্রশাসনে যোগ দিয়ে থাকেন। পরবর্তী সময়ে তিনি জ্যেষ্ঠ সহকারী সচিব, উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব স্তরে উন্নীত হতে পারেন। অনেকেই সচিব বা জ্যেষ্ঠ সচিব হিসেবে অবসরে যাওয়ার সুযোগ পাচ্ছেন। ‘ল্যাটারাল এন্ট্রি’ বা ‘পার্শ্ব নিয়োগ’ বলতে বোঝায়,...