টানা দুই জয়ে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছিল বাংলাদেশ। তারপরও দলটির চিন্তার একটা জায়গা ছিল হঠাৎ ব্যাটিং ধস। এবার তেমন কিছু হলো না। তিন বিভাগে দাপুটে পারফরম্যান্স প্রদর্শন করে টিম টাইগার্স। রবিবার সাইফ হাসানের ৭ ছক্কাময় ম্যাচে অনেকটা সহজেই ৪ উইকেটের জয় নিশ্চিত করে টিম টাইগার্স। এরফলে ৭ বছর পর আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে মধুর প্রতিশোধ নিল জাকের আলির নেতৃত্বাধীন দল।এরআগে ২০১৮ সালে ভারতের দেরাদুনে বাংলাদেশকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইওয়াশ করেছিল আফগানিস্তান। ৫ বছর পর বাংলাদেশও তাদের একই ফরম্যাটে হোয়াইটওয়াশ করে। তবে সিলেটে অনুষ্ঠিত সিরিজটি ছিল দুই ম্যাচের। এবার প্রতিপক্ষের বিপক্ষে প্রতিশোধটা ঠিকঠাকই নিল টিম বাংলাদেশ। ৭ ছক্কায় ৩৮ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশের নায়ক সাইফ হাসান। এশিয়া কাপে শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে দারুণ দুটি ইনিংস খেলা ব্যাটসম্যান...