০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম গাইবান্ধার সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্স রোগের উপসর্গ নিয়ে মোছা. আজেনা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ওই নারী উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামের (দকিদার মোড়) আবুল হোসেনের স্ত্রী। গতকাল রোববার সকালে বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ ওই নারীর শরীরে অ্যানথ্রাক্স রোগের উপসর্গ ছিলো নিশ্চিত করে বলেন, এর আগে গত শনিবার রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইউপি চেয়ারম্যান আরো বলেন, নিহত মোছা. আজেনা বেগমের একটি বকরি ছাগল আদি দেয়া ছিলো। সেটির বাচ্চা ছিলো ২টি। এর মধ্যে একটি বাচ্চা অসুস্থ হয়। পরে বাচ্চা ২টিসহ বকরিটি নিয়ে আসনে মোছা. আজেনা বেগম তার বাড়িতে। অসুস্থ বাচ্চাটির অবস্থা বেগতিক দেখে গত ৩০ সেপ্টেম্বর সেটি জবাই...