বলিউড অভিনেত্রী আনুশা দাণ্ডেকার ফের উঠে এলেন আলোচনার কেন্দ্রে, এর এবার তিনি মুখ খুলেছেন প্রাক্তন প্রেমিকা করণ কুন্দ্রাকে ঘিরে। করণ-আনুশার দীর্ঘদিনের সম্পর্ক ও একসাথে কাটানো মূহুর্তগুলো নিয়ে বি-টাউনে একসময় চর্চার অন্ত ছিল না। কিন্তু সম্প্রতি এক পডকাস্টে অভিনেত্রী যা জানালেন, তা শুনে হতবাক হয়েছেন নেটিজেনরা। পডকাস্টে তিনি খোলামেলাভাবে বলেছেন যে ‘সিচুয়েশনশিপ’ বলতে তিনি আসলে কী বোঝেন। তিনি স্বীকার করেছেন যে প্রাক্তন করণ কুন্দ্রাকে তিনি ব্যবহার করেছেন নানা সুবিধার জন্য—যেমন ভ্রমণ, পার্টি আর যৌনতার জন্য। আরও জানালেন করণের সঙ্গে কোনোদিনই প্রেম ছিল না। যা ছিল তা সময় কাটাতে ও শারীরিক প্রয়োজন মেটাতে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক ভিডিওতে এসব কথা বলেছেন আনুশা। তার কথায়, আপনার জীবনে জন্মদিন, নানা উৎসব, উদযাপন-সহ অনেক কিছুই আছে। সে সময়ে আপনি কি একা থাকবেন?...