কলম্বোতে আইসিসি নারী বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। কদিন আগেই পুরুষদের এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। কোনো ম্যাচেই হাত মেলাননি দুই দলের ক্রিকেটাররা। এবার নারী বিশ্বকাপেও দেখা মিলল একই চিত্র। রোববার টসের সময়ও দেখা গেল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মধ্যে পুরোনো শীতলতা। ভারতীয় অধিনায়ক হারমনপ্রীত কৌর টসের সময় পাকিস্তানি অধিনায়ক ফাতিমা সানার সঙ্গে করমর্দন এড়িয়ে গেলেন। আগেই যেমন জানানো হয়েছিল, ভারতীয় নারী দলও পুরুষ দলের মতোই পাকিস্তানের বিপক্ষে ‘নো-হ্যান্ডশেক’ নীতি বজায় রাখছে। টসে জিতে ব্যাটিং নয়, বল করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা। আর সেই সঙ্গে শুরু হয় ভারত-পাকিস্তান নারী বিশ্বকাপ ম্যাচ, রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের ছায়া নিয়েই। আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সচিব দেবজিত সাইকিয়া পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন- দুই দলের খেলোয়াড়দের মধ্যে করমর্দনের কোনো নির্দেশনা নেই। “নীতিতে কোনো...