০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন এবং ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের মধ্যবর্তী স্থানে বিজিবির ‘ছোট ফরিংগা বিওপি’ উদ্বোধন করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, সীমান্তের নিñিদ্র নিরাপত্তা বিধান এবং চোরাচালান দমনসহ অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনের লক্ষ্যে এ বিওপির যাত্রা শুরু হয়। গতকাল রোববার বিজিবির চট্টগ্রাম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ আনুষ্ঠানিক পতাকা উত্তোলন ও নাম ফলক উন্মোচনের মাধ্যমে রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) নবনির্মিত এবং ১২তম ছোট ফরিংগা বিওপি উদ্বোধন করেন। রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিওপি উদ্বোধনের পর রিজিয়ন কমান্ডার বিওপিতে বৃক্ষরোপণ, সৈনিকদের সাথে মতবিনিময় এবং...