০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১২:১৫ এএম আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতি যখন চলছে; তখন ‘জুলাই জাতীয় সনদ’ নিয়ে সময়ক্ষেপণ করে নিজেদের মেয়াদ দীর্ঘায়িত করার ফাঁদ পাতা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের শেষ ধাপে এসে এমন সমঝোতায় পৌঁছলেও এতে ‘যদি’-‘কিন্তু’ খুঁজছেন ‘জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ড. আলী রীয়াজ? ‘জুলাই জাতীয় সনদ’ সংবিধানে অন্তর্ভুক্ত করতে সংলাপে অংশ নেয়া ৩০টি দলই প্রায় একমত। কী করে এটি সংবিধানে অন্তর্ভুক্ত করা যেতে পারে- এ বিষয়ে বিএনপি সুস্পষ্ট একটি পথরেখাও দিয়েছে প্রায় সব রাজনৈতিক দল। অথচ জুলাই অভ্যুত্থানে সামান্যতম অংশগ্রহণ না থাকলেও বিদেশ থেকে উড়ে এসে জুড়ে বসা আলী রীয়াজ কথা বলছেন ভিন্ন স্বরে। জাতীয় ঐক্য প্রক্রিয়াকে রীতিমতো অনন্তকালের দিকে নিয়ে যেতে চাইছেন তিনি। প্রস্তুতি নিচ্ছেন ‘জুলাই জাতীয়...