০৬ অক্টোবর ২০২৫, ১২:৫৪ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১২:৫৪ এএম বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কৃষিবিদ সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে কৃষিবিদ মো. হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক পদে কৃষিবিদ ড. মো. আকিকুল ইসলাম আকিক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৩০টি পদে দুইটি প্যানেলে মোট ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে হুমায়ুন-আতিকুল প্যানেল ৩০টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদেই জয়লাভ করেছে। গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাজধানীর গাবতলী বিএডিসি কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার অডিটোরিয়ামসহ পাঁচটি বিভাগে পৃথক কেন্দ্রে একযোগে এই নির্বাচনের ভোট গ্রহণ হয়। নির্বাচনে বিএনপি সমর্থিত হুমায়ুন-আতিকুল প্যানেলটি ও জামায়াতে ইসলামী সমর্থিত মাহমুদুল আলম-শফিকুল প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। তিনশো জন ভোটার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনী ফলাফলে...