০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম ঢাকার সড়কে খোঁড়াখুঁড়ি। এ যেন চিরচেনা রূপ। এই সড়ক মেরামতের নামে ভোগান্তি চলে সারা বছরজুড়ে। কখনো সড়ক আবার কখনো ফুটপাথ মেরামতের নামে কেটে ফেলে রাখা হয় দিনের পর দিন। নিত্যদিনই দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীর। সেবা সংস্থার ও সড়ক উন্নয়ন কাজে এসেছে স্থবিরতা। মূল সড়ক, অধিকাংশ অলিগলির সড়কের অবস্থাই বেহাল। ঢাকার তীব্র যানজট, দূষণের পাশাপাশি সড়কে খোঁড়াখুঁড়ি করায় দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। অনেক সড়কে যান চলাচলও বন্ধ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন সড়কসমূহে সৃষ্ট গর্ত ও খানাখন্দের মধ্যে অনেক সড়কের সংস্কার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বাকী সড়কগুলোর সংস্কার কাজ চলছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তারা ইনকিলাবকে জানিয়েছেন, রাজধানীর কাকরাইলের প্রধান সড়কে আশপাশের এলাকায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও ব্যক্তির সরকারি...