০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম টানা দুই মাস ধরে দেশের পণ্য রফতানি কমছে। গত আগস্টে রফতানি কমেছিল প্রায় ৩ শতাংশ। আর সেপ্টেম্বরে রফতানি কমেছে ৪ দশমিক ৬১। তারপরও চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) সামগ্রিক পণ্য রফতানি ইতিবাচক ধারায় রয়েছে। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হিসাব অনুযায়ী, সেপ্টেম্বর মাসে রফতানি মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৬২৭ দশমিক ৫৮ মিলিয়ন ডলার। আগের বছর একই সময়ে রফতানির পরিমাণ ছিল ৩ হাজার ৮০২ দশমিক ৮৭ মিলিয়ন ডলার। অর্থাৎ, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর রফতানি কমেছে ৪ দশমিক ৬১ শতাংশ। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) গতকাল রোববার পণ্য রফতানি আয়ের এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ১ হাজার ২৩১ কোটি...