০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অংশীজনদের দেওয়া পরামর্শ গ্রহণ করছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক আলোচনায় আজ সোমবার ইসির সাথে সংলাপ করবে দেশের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ব্যক্তিত্বরা। সংলাপে উঠে আসা মতামতই কমিশন বাস্তবায়ন করবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। আগামীকাল মঙ্গলবার নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। গতকাল রোববার ইসির জনসংযোগ শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। ইসি জানায়, আগামীকাল মঙ্গলবার সকালে ইসির সম্মেলন কক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। এতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবু হেনা, সাবেক নির্বাচন কমিশনার ও অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্টদের অংশ...