০৬ অক্টোবর ২০২৫, ১২:৫৩ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১২:৫৩ এএম সমসাময়িক রাজনৈতিক বিষয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে মতবিনিময় করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আলোচনায় জুলাই সনদের আইনি ভিত্তি, সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি, আওয়ামী লীগের বিচার এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম স্থগিত বিষয়ে দুই দলের মধ্যে ঐকমত্য হয়েছে। গত শনিবার রাতে রাজধানীর কামরাঙ্গীরচরে বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই দলের এই মতবিনিমিয় হয়। এনসিপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজোঁ প্রধান আরিফুল ইসলাম আদীব। অন্যদিকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে বৈঠকে জুলাই সনদের আইনি ভিত্তি, সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি, জুলাই গণহত্যা ও শাপলা হত্যাকা-ের দায়ে আওয়ামী লীগের...