০৬ অক্টোবর ২০২৫, ১২:৫৩ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১২:৫৩ এএম জাতীয়তাবাদী ওলামা দলে কোনো সন্ত্রাসী ও দলীয় শৃঙ্খলাভঙ্গকারীকে ঠাঁই দেয়া হবে না। গত ৩০ সেপ্টেম্বর শহীদ জিয়ার মাজারের কাছে জাতীয়তাবাদ ওলামা দল ঢাকা মহানগর দক্ষিণে আহ্বায়ক মাওলানা আলমগীর হোসেন খলিলী ও যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুস সামাদ কয়েকজন সন্ত্রাসী নিয়ে দলের যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুর রহমান ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মো. শফিকুল ইসলাম সজীবের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। প্রতিপক্ষের লোকজন তাদের প্রতিরোধ করলে হামলাকারী সন্ত্রাসী আব্দুস সামাদ ও আলমগীর হোসেন খলিলী মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়। পরে রক্তাক্ত মাওলানা মাহফুজুর রহমানকে তাৎক্ষণিক সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। এতে জাতীয়তাবাদী ওলামা দলের ভাব-মর্যাদা চরমভাবে ক্ষুণœœ হয়েছে। এ ব্যাপারে শেরে বাংলা নগর থানায় একটি অভিযোগ পেশ করা হয়েছে।...