ঢাকার দোহার উপজেলায় অসহায় অন্ধ পরিবারের জমি দখলের অভিযোগ উঠেছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে দোহার প্রেস ক্লাবে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। দোহার উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য আবু জুনায়েদ বিপ্লব, অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুর এলাহি ও দলিল লেখক মশিউর রহমান উদ্যমের বিরুদ্ধে এক সংবাদ সম্মেলনে পৈত্রিক জমি দখলের অভিযোগ করেন ভুক্তভোগী মো. বাবু খানের পরিবার। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার লিখিত বক্তব্যে বলেন, আমি মো. বাবু খান। আমি একজন অন্ধ মানুষ। আমার উপজেলার মধুরচর মৌজায় গান্ধী আশ্রমের সাথে ১৯৬৩ সালে ২৩০৪ নং দলিল মূলে রেজিষ্ট্রিকৃত আমার বাবা মৃত চান খানের ক্রয়কৃত ৩৫ শতাংশ জমি রয়েছে। সিএস খতিয়ান নং-১০৬, দাগ নং ৬৫৩, এসএ খতিয়ান নং- ১৩৭, দাগ নং- ১৮৪, ১৮৫, ১৮৬ এবং ১৮। আরএস খতিয়ান নং- ৩০, দাগ নং- ৩২৮, ৩২৯.৩৩০,...