প্রথম দুই ম্যাচে জয় এসেছে বটে, কিন্তু সব মিলিয়ে দাপটটা দেখাতে পারেনি। শেষ ম্যাচে এসে সে কাঙ্ক্ষিত দাপটটা দেখাল জাকের আলীর দল। ব্যাটে বলে ফিল্ডিংয়ে, কোনো বিভাগেই পাত্তা দিল না আফগানদের। প্রতিপক্ষকে ১৪৩ রানে আটকে রেখে ৬ উইকেট আর ১২ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে। আর তাতেই আফগানদের ধবলধোলাই করার সাধ পূরণ হয়ে গেল বাংলাদেশের। ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল ধীরস্থির। ওপেনার পারভেজ হোসেন ১৪ রানে আউট হলেও অপরপ্রান্তে আক্রমণাত্মক ছিলেন তানজিদ হাসান ও সাইফ হাসান। পাওয়ারপ্লেতে সাইফের ছক্কায় ম্যাচের গতি বাড়ে। তানজিদ ৩৩ রান করে আউট হওয়ার পর জাকের আলী ও সাইফ দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। ইনিংসের শেষদিকে সাইফের ব্যাটে আসে ফিফটি, যেটি তার আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক। আহমেদজাইয়ের ওভারে একাই নেন...