লা লিগায় চমক দেখাল সেভিয়া। নিজেদের মাঠে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ৪-১ গোলে উড়িয়ে দিল তারা। গোল করেছেন আলেক্সিস সানচেজ, আইজ্যাক রোমেরো, হোসে কারমোনা ও আকোর অ্যাডামস। বার্সেলোনার একমাত্র গোলটি করেন মার্কাস র্যাশফোর্ড। এই হারে মৌসুমের প্রথম পরাজয় দেখল হানসি ফ্লিকের দল। বার্সেলোনা এখন লিগ তালিকায় দ্বিতীয় স্থানে, শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে। অন্যদিকে সেভিয়া উঠে গেছে চতুর্থ স্থানে। ম্যাচের শুরু থেকেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। প্রথম দিকে রোমেরোকে ফাউল করলে পেনাল্টি পায় সেভিয়া, সেটি থেকে গোল করেন আলেক্সিস সানচেজ। এর পরপরই রোমেরো দুইটি সুযোগ নষ্ট করলেও তৃতীয়বার গোল করতে ভুল করেননি। রুবেন ভার্গাসের পাস থেকে নিচু শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। প্রথমার্ধের শেষ দিকে জেগে ওঠে বার্সেলোনা। পেদ্রির ক্রস থেকে ভলিতে গোল করে ব্যবধান কমান র্যাশফোর্ড।...