টানা দুই মাস যাবত দুই দফা দাবিতে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। তবে দাবি দুটির বিষয়ে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় সরকারের নিন্দা জানিয়েছেন আন্দোলনকারীরা। পাশাপাশি দ্রুত দাবি দুটি মেনে নেওয়ারও আহ্বান জানান। এ লক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ চান তারা।দুই দফা দাবি হলো- কলমিলতা বাজারের ক্ষতিপূরণ প্রদান এবং মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন চুক্তি বাতিল আদেশ প্রত্যাহারসহ সারা দেশে বস্তি পুনর্বাসন করা।বিদ্যমান পরিস্থিতিতে রোববার (০৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আন্দোলনকারীদের পক্ষে সংবাদ সম্মেলন করেন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. আব্দুর রহিম।প্রধান উপদেষ্টার সাক্ষাৎ কামনা করে তিনি বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছি; কিন্তু কার্যকর কোনো সমাধান হচ্ছে...