খোঁজ মিলেছিল ২০০৮ সালে। একাকী, নিঃসঙ্গ গ্রহের। মহাকাশ বিজ্ঞানীরা নাম রাখেন ‘চা ১১০৭-৭৬২৬’। পৃথিবী যেমন সূর্যের চারদিক প্রদক্ষিণ করে, এ গ্রহের সেই বালাই নেই। এটি কোনো নক্ষত্রকে প্রদক্ষিণ করে না। একা মহাবিশে^ ঘুরে বেড়ায়। সাম্প্রতিক গবেষণা বলছে প্রতি সেকেন্ডে ৬০০ কোটি টন ভর বৃদ্ধি পাচ্ছে গ্রহটির। ব্রহ্মাণ্ডে এমন অনেক গ্রহ রয়েছে, যারা নিঃসঙ্গ। অনেক সময় কোনো গ্রহ মহাকর্ষীয় শক্তি দ্বারা প্রভাবিত হওয়ার মতো পর্যাপ্ত ভর সংগ্রহ করতে না পারলে, সেটি বিচ্ছিন্ন গ্রহ হয়ে মহাকাশে ঘুরে বেড়ায়। পৃথিবী থেকে প্রায় ৬২০ আলোকবর্ষ দূরে রয়েছে গ্রহটি। বয়স ১০-২০ লাখ বছর। প্রতি সেকেন্ডে প্রায় ৬০০ কোটি টন গ্যাস এবং ধূলিকণা গিলে খাচ্ছে ‘চা ১১০৭-৭৬২৬’। মহাকাশবিজ্ঞানী অ্যালেক্স স্কোলজ বলেন, ‘প্রথমে ভেবেছিলাম, এটি...