আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুটিতে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। সাইফ হাসানের ফিফটিতে তৃতীয় ম্যাচেও দারুণ জয় তুলে নিয়েছে টিম টাইগার্স। ৬ উইকেটে জিতে বিদেশের মাটিতে প্রথমবার আফগানদের হোয়াইটওয়াশ করেছে জাকের আলি অনিকের দল। সংযুক্ত আরব আমিরাতের শারজায় টসে জিতে আফগানদের আগে ব্যাটে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৪৩ রানে থামে আফগানদের ইনিংস। জবাবে নেমে ১২ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে টিম টাইগার্স। রানতাড়ায় নেমে ২৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১৪ রান করে ফিরে যান এই ওপেনার। দ্বিতীয় উইকেটে তানজিদ তামিম ও সাইফ মিলে যোগ করে ৩৯ বলে ৫৫ রান। ১০.৪ ওভারে তানজিদ ফিরে যান দলীয় ৭৯ রানে। ৪ চার ও ১ ছক্কায় ৩৩ বলে ৩৩ রান করেন। ১০৯ রানে জাকের...