দেশে একটি ভালো নির্বাচনের জন্য বিএনপিসহ গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে বলে জানিয়েছেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা লায়ন মো. ফারুক রহমান।তিনি বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এখন থেকেই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। প্রশাসনকে আওয়ামী দোসরমুক্ত করতে হবে। সচিবালয়সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আওয়ামী দোসরদের বহাল রেখে অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।রোববার (০৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক নাগরিক সমাবেশে লায়ন ফারুক এসব কথা বলেন।বিগত আওয়ামী সরকারের সমালোচনা করে ১২ দলীয় জোটের অন্যতম এই শীর্ষ নেতা বলেন, প্রশাসন, ব্যাংক, বীমাসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মাধ্যমে পতিত স্বৈরাচার দেশকে পেছনের...